বন্ধন – শিখা সেনগুপ্ত

জীবন বহমান , জীবন চলমান –

কখন ও সূর্যোদয় , কখন ও অস্তাচল

কখন ও মেঘ , কখন ও ঝলমল রোদ্দুর ,

জীবনের এই জলছবির খাতায় –

আমরা ক’জন বন্ধনের আঙিনায়

সবারে করি আহ্বান – মিলিত শক্তির স্রোতে,

ভরা জীবনে পরিপূর্ণ কোরকের প্রতিশ্রুতি ।

সাদর আমন্ত্রণ , সহৃদয় মন , ভালবাসা –

সহস্র মনন আজ ভরপুর শক্তির সমাহার।


* প্রাক্তন অধ্যাপিকা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, হিরালাল মজুমদার মেমরিয়াল কলেজ ফর্ ওম্যান।