ভালো লাগা – রণজিত দাস
আজও ভাললাগে নির্জন পথে একা একা হেঁটে যেতে,
হেমন্তের শান্ত সন্ধ্যায় জ্যোৎস্নার আলো কোন বনপথে ।
হালকা রোদ পিঠে মেখে চড়ুই এর গান আর ফড়িঙের নাচ-
নিস্তব্ধ দুপুরে আবেশ জড়ানো ঘুঘুর ডাক,
আজও বড়ো ভালো লাগে।
কুয়াশার বুকে ভেসে যায় ভোরের প্রথম ট্রেন,
থেমে থাকা স্টেশানে নিয়ে আসা রেখে দেয়া শস্যে শিশিরের গন্ধ –
মাটির দেয়ালে অবোধ শিশু এঁকে যায় এরোপ্লেন,
মুঠি খুলে কিছু দিলে ছড়ায় অকৃপণ হাসি –
আজও হৃদয়ের বড়ো কাছাকাছি ।
পাতা ঝরার দিন কবে কে জানে!
তবু জানি হে মহাকাল একদিন চলে যেতে হবে,
ফেলে রেখে পিছুটান যত কিছু
মুঠি ভরে দিয়ে দিও স্মৃতির ভাঁড়ার থেকে ভাললাগাটুকু।
* প্রাক্তন ইঞ্জিনিয়ার।