ভয় পায় আমার বিশ্বাস – দেবব্রত মুখোপাধ্যায়
বিশ্বাস ভাঙবে?
আমি ভাবিনি বিশ্বাস ভাঙবে বিশ্বাস
ঝড় উঠেছে হৃদয়ময়
এলোমেলো সব হয়
কাঁদতেও ভয় হয়
বিশ্বাসকে ভয় পায় আমার বিশ্বাস।
আসুক ভয় আসুক ঝঞ্ঝা ছাড়ি না বিশ্বাস
বিশ্বাস হারালে শূন্যময়
নিজেকে ক্ষুদ্র মনে হয়
জীবন তো স্রোতোময়
রাখতেই হবে নিজের উপর বিশ্বাস ।
যে ভাঙে ভাঙুক যত ইচ্ছা বিশ্বাস
সে আমার নয়
সে কারোর নয়
সে নিজেরও নয়
আমি হারাবো না আমার বিশ্বাস।
* সম্পাদক, হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজ।