আঘাত  – অর্পিতা সিংহ চৌধুরী 

স্বনামধন্য অধ্যাপিকা ডঃ ঋতা চট্টোপাধ্যায় স্মরণে ২৫শে এপ্রিল ২০২৩ সকালে লেখা

 

আঘাতের কোনো সংজ্ঞা হয় না তাই,

বার-বার করে আহত হয়েই যাই,

আঘাত মাপার যন্ত্র হয় না বলে,

শ’য়ে শ’য়ে লোক আঘাত চলল সয়ে।

আঘাত করলে আহত হওয়াই শ্রেয়,

আহতের কোনো আদর পাওয়া কি প্রেয়?

আঘাতে-আঘাতে শেষ হন কত গুরু–

আহত শিষ্য একা পড়ে পাঠশালে।

গ্রীষ্ম গিয়েও,বর্ষা এলো যে নেমে,

রাত্রি পেরিয়ে দিনেরাও আসে কাছে,

আঘাত সয়েই গুরু পাড়ি দেন দূরে,

হারানো সুরের তানখানা বেঁধে সুরে!

শিষ্য সে কথা ভোলে না কখনও,

ডাকে —

শ্রদ্ধার ডাক, ডাকা হয় না যে আর–

আঘাতের ক্লেশ হজম হয় না যার,

স্নেহাশিস তার লাঘব করে যত ভার!

** প্রাক্তন ছাত্রী, সংস্কৃত বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়।