রামচন্দ্রের লঙ্কা অভিযান –    – সান্ত্বনা দে

শিলা ভেসেছিল সাগরের জলে
রাম রঘুমণি নামে।
কপি সেনা রাজি ডিঙ্গিল সাগর
উপিল লঙ্কা ধামে।
লঙ্কা ধামেতে শিবির রচিল
কপি সেনা সব যত,
সমরে রাবণে পরাজিত করি
সীতা উদ্ধারে রত।
লঙ্কা সমরে হল অবশেষে
রক্ষকুলের নাশ,
রামের কৃপায় বিভীষণ পেল
সিংহাসনের রাশ।
রাবণে নিধন করি অবশেষে
সীতারে মোচন করি,
বিভীষণে অভিষেক সেথা
প্রজারা লইল বরি।
দাশরথী এল পিতৃভূমিতে
সীতাকে সঙ্গে নিয়ে
প্রজা সমুদয় হর্ষে মাতিল
প্রাণেতে ফিরিল হিয়ে।

* শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।